কাজের সময়ে আমাদের অনেক ভুল হয়ে থাকে। ভূল করে ফেললে অতি দ্রুত এডমিন প্যানেলে যোগাযোগ করে সমস্যা অবগত করবেন। ভুলগুলো সংশোধন করে কাজ চালিয়ে যেতে হবে। কমন কিছু ভূলের সমাধান দেওয়া হলোঃ
রিভিও করার সময় ভূলে ১ স্টারের বদলে ৫স্টার দিলে কিংবা ৫স্টারের বদলে ১স্টার দিলে সেটা অনেক বড় একটা ভূল। এই ভূল হলে রিভিওটি বাদ দেওয়া জরুরী। এরকম ভূল হলে কন্টেন্ট কালার রেড করে রাখবেন। অতি দ্রুত এডমিন প্যানেলে যোগাযোগ করে সমস্যা অবগত করবেন।
আইডি নাম যদি সঠিক না হয়ে থাকে তাহলে তা পরিবর্তন করে নিতে হবে। আমাদের যে দেশের কাজ থাকবে সে দেশের আইডি নাম হতে হবে। হিবিজিবি আইডি নাম কখনোই গ্রহণযোগ্য না। এরকম সমস্যা হলে জিমেইলে ঢুকে আইডির নামটি পরিবর্তন করে নিলেই হবে। একটা কাজে রিপোর্টের জন্য আইডি নাম জরুরী।
আইডি নাম যদি বসাতে ভুলে যান অথবা ইন্টারনেটের জন্য আইডি নাম দিলেন কিন্তু সেভ হলো না। এমন সমস্যা হলে আইডি নেমের যায়গায় ID name missing লিখে দিবেন। সাথে আইডি নেমের যায়গাটা রেড করে দিবেন।
এছাড়া আরো অনেক সমস্যা হতে পারে। যে সমস্যায় হোক এডমিন প্যানেলে যোগাযোগ করে সমাধান করে নিবেন। ভূল হতেই পারে। কিন্তু সংশোধন করাটা জরুরী।
Excellent❤❤❤