IP মেইলের মেয়াদ শেষ হচ্ছে!

আপনারা জানেন যে আপনাদের এই মাসে (জুন ২০২৪) IPv1 এবং IPv2 নামের দুইটি Irregular বা IP মেইল দেওয়া হয়েছে। যাদের বেশি কাজ রানিং ছিলো তাদের মেইল শেষ হলেও অনেকে এখনো সেগুলো দিয়ে কাজ করেন নি। আগামি ৩০ জুন ২০২৪ এ এই দুটি ফাইলের মেয়াদ শেষ হচ্ছে। যদি আপনি আপনার এই মেইল গুলো দিয়ে কাজ শেষ না করেন। কাজ না করা বাকি মেইল গুলো যেকোনো সময় ফেরত নেওয়া হতে পারে। তাই এখন থেকে যদি IPv1 এবং IPv2 মেইল দিয়ে কাজ করা বাকি থাকে তবে Regular মেইল স্টোক করে সেগুলো দিয়ে কাজ করুন। অন্যদিকে মেয়াদ শেষের পরেই আবার IPv3 মেইল দেওয়া হবে। যদি পূর্বের ফাইলের মেইল দিয়ে কাজ বাকি থাকে তবে নতুন ফাইল দেওয়া হবে না (যদি অল্প কিছু মেইল দিয়ে কাজ বাকি থাকে তবে দেওয়া হবে)।

Scroll to Top