Mail setup time management system.

রেগুলার মেইল সেটআপ করতে কতক্ষণ সময় দেওয়া হয়? মেইল দেওয়ার কতক্ষণ পরে রিপোর্ট করা বাধ্যতামূলক? এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবেন।

⚡️ মেইল দেওয়ার সময় বলে দেওয়া হয় কতক্ষণের মধ্যে রিপোর্ট করতে হবে। এটা বেশিভাগ সময় মেইল সেলারের উপর নির্ভর করে। কারন আমরা মেইলগুলো নিজেরা বানায় না। মেইলগুলো কারো না কারো থেকে কিনতে হয়। সেটআপ শেষ হলে যেগুলা নষ্ট সেগুলো সেলারকে ফেরত দিয়ে সেটআপ করা অর্থাৎ ভালো মেইলগুলোর টাকা সেলারকে পেমেন্ট করে দেওয়া হয়। মেইল সেটআপ করার জন্য সেলার কতক্ষণ সময় দিচ্ছে সেটার উপর নির্ভর করে মেম্বার্সদের একটি ধরাবাধা সময় দেওয়া হয়।

⚡️সাধারণত মেইল সেটআপের জন্য ১২ঘন্টা সময় দেওয়া হয়। এর মধ্যে এক মোবাইল দিয়ে সর্বোচ্চ ২০টি মেইল সেটআপ করা যায়। একবারে টানা ৫-৬টা মেইল সেটআপ করে ৩০-৪০ মিনিটের পর আবার ৫-৬টা এভাবে সেটআপ করতে হয়। যদিও এতে ১২ঘণ্টা সময় কখনো লাগে না। তবুও এর জন্য ১২ঘণ্টা সময় দেওয়া হয়।

⚡️ যদি মেইল দেওয়ার সময় কতক্ষণ সময় দিচ্ছি সেটা বলে দেওয়া না হয় তবে বুঝে নিবেন আপনি ১২ঘন্টা সময় পাচ্ছেন। অর্থাৎ রাতে মেইল দিলে সকালের মধ্যে সেটাপ করতে হবে আর সকালে মেইল দিলে রাতের মধ্যে সেটআপ করতে হবে। (ইম্পর্ট্যাণ্ট)

⚡️ অনেক সময় মেইল দিলে তার সাথে আবার পরবর্তিতে বেশি মেইল যুক্ত করে দেওয়া হয়। যাতে একই ভাবে সময়ে বাড়বে অথবা কখন রিপোর্ট করতে হবে বা কতক্ষণ সময় বাড়ানো হলো তা বলে দেওয়া হবে।

⚡️ এছাড়া কিছু কিছু মেইল সাথে সাথে সেটআপ করে দিতে হয়। যেটা উপড়ের কোন নিয়ম মেনে চলে না। নতুন সেলারের থেকে মেইল নিলে বিশ্বাসের জন্য যতদ্রুত সম্ভব তাকে রিপোর্ট দিতে চেষ্টা করি। সেক্ষেত্রে মেইলের রিপোর্ট ইনস্ট্যান্ট রেডি করি। মানে ১০টা মেইল দিলে আপনাকে একটানা ১০টা মেইল সেটআপ করতে যে সময় লাগবে সেটিই দেওয়া হবে। একটানা সেটআপ করে সাথে সাথে রিপোর্ট দিতে হবে। মেইল সেটআপের জন্য বাড়তি সময় দেওয়া হয় না। যদিও এই ধরনের মেইল সবাইকে দেওয়া হয় না।

⚡️ মেইলগুলো যখন আর যেভাবেই দেয় না কেন মেম্বার্সদের সুবিধা বা অসুবিধার দিকে অবশ্যই নজর রাখা হয়।

⚡️কোন কারণে যদি মেইল সেটআপ করতে না পারেন তবে এডমিন প্যানেলে অবশ্যই যোগাযোগ করে বলে দিবেন। তাহলে আপনার বাকি মেইল গুলো অন্য কোন মেম্বার্সকে দিয়ে দেওয়া হবে এবং তার থেকে সেটআপ করে নেওয়া হবে। আপনার অসুস্থাতা কিংবা প্রাকৃতিক সমস্যার জন্য আমরা সর্বদা সমব্যথী। কিন্তু আমাদের একটা মেসেজ করে আপনার সমস্যা বলে দেওয়াটাও আপনার দায়িত্ব।

আমাদের সকল নিয়ম পরীক্ষিত। যা বলা হয়েছে তা যদি আপনি মানতে পারেন তবে, অবশ্যই আপনি একজন সেরা মেম্বার্সের তকমা পাবেন। নিয়ম-নীতি গুলো পরিক্ষিত হওয়ায় তা পরিবর্তন করা সম্ভব না।

আমাদের সাথে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

2 thoughts on “Mail setup time management system.”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top