NickName Sign | Pocket Money

আমাদের Pocket Money (Analysis)  গ্রুরুপে মেম্বারদের নামের পাশে একটা সাইন/চিহ্ন/ব্যাজ দেখা যায়। সাথে কড়া নির্দেশ রয়েছে। সেই সাইন যেন পরিবর্তন না করা হয়। জেনে নেওয়া যাক এই পুরো ব্যাপারটা।

নিকনেমে প্রতিটি সদস্যের Username (যে নামে কাজ দেওয়া হয়) দেওয়া থাকে। অন্যদিকে পাশে চিহ্নে মেম্বার সম্পর্কে ধারণা দেওয়া থাকে। এখন পর্যন্ত যেসব সাইন ব্যবহার করা হয় এবং কেন দেওয়া হয় তা নিম্নে আলোচনা করা হলোঃ

1. New Member (🆕) – যখন নতুন কোনো মেম্বার গুরুপে যুক্ত করা হয় তার নামের পাশে উক্ত সাইন থাকে। এটা দিয়ে সদ্য কাজ শুরু করা এবং অনভিজ্ঞ মেম্বারকে বুঝানো হয়ে থাকে।

2. Green Verified (✅) – কিছুদিন অনেক ভালো কাজ করলে উক্ত সাইন দেওয়া হয়। নিউ মেম্বারের পরের ধাপে এই সাইন দেওয়া হয়। মানে কাজ করে কিছুটা অভিজ্ঞ হলে এই ব্যাজ দেওয়া হয়।

3. Experienced Verified (☑️) – অনেকদিন আমাদের সাথে যুক্ত থেকে ভালোভাবে কাজ করলে উক্ত সাইন দেওয়া হয়। এই ব্যাজের মেম্বারগন পুরাতন হওয়ায় ভালো অভিজ্ঞতা সম্পূর্ণ হয়। যার ফলে নতুনদের সহায়তা করতে পারে।

4. Add-ons (🚑) – ব্যাকাপ আইডি যুক্ত হলে উক্ত সাইন দেওয়া হয়। একের বেশি আইডি ব্যবহার অনেকে করে থাকে। তাদের অন্য আইডিটাকে ব্যাকাপ আইডি হিসেবে ধরা হয়।

5. Admin (👻) – গুরুপ নিয়ন্ত্রণের সাথে যুক্ত মেম্বারদের উক্ত সাইন থাকে।

6. Freeze (🆒) – কোনো কারনে ঠিকমত কাজ করতে পারছে না। কখনো একটিভ কখনো ইনেকটিকভ মেম্বারদের উক্ত সাইন দেওয়া হয়।

7. Error (⚠️) – ঠিকমত কাজ করতে পারছে না। নিজের সমস্যা অথবা এডমিন প্যানেল থেকে কাজ বন্ধ করে রাখা মেম্বারদের এই সাইন থাকে।

এখন পর্যন্ত এই ব্যাজ/আইকন/সাইন গুলো একটিভ রয়েছে। এটি সর্বশেষ ১৫ জুলাই ২০২৪ Version: 3.1 সংস্করণ করা হয়েছে।

1 thought on “NickName Sign | Pocket Money”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top