বেশ কিছুদিন ধরে আমাদের রেগুলার মেইল সেলার মেইল দিচ্ছে না। ব্যস্ততার জন্য আমরা বাইরে থেকে তেমন একটা মেইল পাচ্ছি না। এমন অবস্থায় কাজ চালানোর জন্য আমাদের পুরাতন মেইলগুলো রিইউজ করতে হবে। অথবা, ইররেগুলার মেইল দিয়ে কাজ করতে হবে। আমাদের বেশিরভাগ পুরাতন মেম্বারসদের কাছে পর্যাপ্ত রিইউজ মেইল রয়েছে। তাই তাদের নতুন মেইলের জন্য কাজ বন্ধ হওয়ার সুযোগ নেই। কিন্তু যদি মেইলগুলো রিইউজ করতে না পারেন তবে এডমিন প্যানেলে যোগাযোগ করুন। আপনাদের মেইল বের করে দেওয়া হবে।
অন্যদিকে যাদের মেইল একেবারেই নেই। রিইউজ করার জন্যেও মেইল নেই তারাও এডমিন প্যানেলে যোগাযোগ করুন। আপনাদের ইররেগুলার মেইল দেওয়া হবে কাজ করার জন্যে।
আমাদের মেইল সাপোর্ট অনেক শক্তিশালি ব্যস্ততার জন্য একটু দেরি-বেশি হচ্ছে। আশাকরি ধৈর্য দিয়ে আমাদের সাহায্য করবেন। আমাদের সাথে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Okh. Thank you Earn Light 🥰😘