Notice: 21 Oct 2024

১১ নভেম্বর ২০২৪ এ গুগল একটা বড় আপডেট নিয়ে আসবে। সেই অনুযায়ী আমাদের অনেক বায়ার আপডেটের অপেক্ষায় ততদিন কাজ বন্ধ রাখতে বলেছেন। এছাড়া কিছু বায়ার আবার বেশি কাজ বলেছে। তবে আমাদের কাজের বেশিরভাগ বায়ার কাজ হোল্ড রাখছেন বা কম দিচ্ছেন। এছাড়া গুগলের এই আপডেটের জন্য জিমেইল সেলার রা তেমন মেইল বিক্রি করছে না। তাদের ধারণা এর পর মেইল খোলা অনেক কঠিন হবে আর মেইলের দাম বেড়ে যাবে। তাই তারা মেইল বিক্রি করছে না। যদিও আমাদের অনেক ইররেগুলার মেইল আছে যেগুলো দিয়ে কাজ চালানো সম্ভব। এছাড়া নতুন মেম্বারদের জন্য রেগুলার মেইল ম্যানেজ করা যাচ্ছে না। তাই তাদের কাজ করানো সম্ভব হচ্ছে না। তবুও আগ্রহের উপর ভিত্তি করে তাদের ইররেগুলার মেইল দেওয়া হতে পারে।

সব মিলিয়ে ১১ নভেম্বর ২০২৪ পর্যন্ত আমাদের কাজের গতি কমে যাচ্ছে। তবুও যারা প্রতিনিয়ত কাজ করেন। অথবা বেশি কাজ করতে অভ্যস্ত তাদের অবশ্যই সব দিক থেকে সুবিধা দিয়ে আমাদের টিম পরিচালনা করা হবে। শুধুমাত্র নতুন মেম্বারসরা কাজ কম নিবেন এবং আরো নতুন এড করতে চাইলে তাদের ট্রেইনিং করান। আমরা যতদ্রুত সম্ভব ব্যাক করবো।

অন্যদিকে সামানের মাস নভেম্বর আর আমরা জানি নভেম্বর-ডিসেম্বর আমাদের বায়ারদের দেশগুলোতে ভ্যাকেশন চলে। এই ভ্যাকেশন পিরিয়ডে তারা অনেক কম কাজ করে থাকে। তাই সব মিলিয়ে হয়তো বেশ কিছুদিন আমাদের কাজ কমে যাচ্ছে। তবে এই সময়টায় আমাদের মার্কেটিং টিম নতুন বায়ারদের সাথে ডিল করে। তাই যদি প্রয়োজন হয় তবে আমরা নতুন বায়ারের কাজ করবো।

সবশেষে এটাই বলছি কাজ কম হোক আর কমে যাক। আমাদের সাথে থাকার জন্য অনুরুধ করছি। আমাদের কাজ মাঝে মঝে এতো বেড়ে যায় যে ইমার্জেন্সি মেম্বারস নিতে হয়। তাই হুট করে কাজ কমে গেলেও আপত্তি জানানো যাবে না। আমাদের সাথে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ।

5 thoughts on “Notice: 21 Oct 2024”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top