প্রতি মাসের মত এবারেও আমরা ২৯ জুন ২০২৪ থেকে ২জুলাই ২০২৪ আমাদের বায়ার/ক্লায়েন্টগুলোকে রিপোর্ট সাবমিট করবো। সে অনুযায়ী আগামি ৫ জুলাইয়ের আগে সকল অর্থ আমাদের একাউন্টে আসতে পারে এবং ৭ জুলাইয়ের মধ্যে সকল মেম্বারকে পেমেন্ট করা হবে।
যেহেতু আমরা এখন রিপোর্ট করতে ব্যস্ত তাই কাজ এবং মেইল দিতে একটু সমস্যা হতে পারে। আশাকরি সে বিবেচনায় যথাযত মেইল স্টোক রাখবেন। সেগুলো সময়ের আগেই সেটাপ করবেন। কাজ এমনভাবে নিবেন যাতে কাজগুলো মিসড না হয়।
আমরা নতুন সিজনের কাজ শুরু করেছি। এখন যা কাজ হবে তা জুলাই ২০২৪ এর সিজনে পেমেন্ট করা হবে।
এখন পর্যন্ত ১৭-১৮ জুন ২০২৪ এর কাজের লাইভ হয়েছে। তাই গত মাসের অর্থাৎ মে ২০ তারিখে থেকে ১৭-১৮ জুন যতগুলো কাজ লাইভ হয়েছে সেগুলোর পেমেন্ট জুন ২০২৪ সিজনে মানে এই মাসে করা হবে।
আমাদের সাথে কাজ করার জন্য ধন্যবাদ।
Excellent😘😘