কিভাবে বুঝবো কোন লিংক পজেটিভ (৫স্টার) আর কোন লিংক নেগেটিভ/ব্যাড (১স্টার)?

পজেটিভ আর নেগেটিভ লিংক বুঝার জন্য অনেক হিন্ডস দেওয়া হয়। যেমন WhatsApp গ্রুরুপে কাজ দেওয়ার সময় বলে দেওয়া হয়। এছাড়া একই শিটে আলাদা ট্যাবে কাজ থাকলে কিছু আলাদা হিন্ডস থাকে। বিস্তারিত বর্ণ্না দিচ্ছিঃ

 

1star/ Negative/ Bad: আমাদের নেগেটিভ কাজ কম থাকে তাই ভালোভাবে খেয়াল রাখা জরুরি। কনফিউশন থাকবে এডমিন প্যানেলে যোগাযোগ করে শিউর হয়ে নিবেন।

কাজ দেওয়ার সময় WhatsApp গ্রুরুপে এভাবে ১স্টার উল্লেখ করা হয়।

টাইটেল বারে এভাবে হালকা লাল রঙ করা থাকে এবং আশেপাশে ১স্টার উল্লেখ থাকবে।

ট্যাব গুলো এভাবে হালকা লাল রঙ করা থাকতে পারে।

Stop Work: যদি কোনো কাজ বন্ধ হয়ে যায় তাহলে সেগুলোতে স্টোপ লেখা থাকে।

শীটে কন্টেন্স ও আইডি নেমের নিচে এভাবে স্টোপ লেখা থাকবে এবং লাল রঙ করা থাকবে।

ট্যাব গুলোর রঙ লাল করে দেওয়া হয়।

এছাড়া Contents/Text গুলো দেখলে বুঝবেন। যদি ভালো কিছু লেখা থাকে তবে সেটা ৫স্টার আর যদি মন্দ কিছু থাকে তবে ১স্টার। এর পরেও কিছু না বুঝলে বা আলাদা কোনো সমস্যা হলে এডমিন প্যানেলে যোগাযোগ করুন।

1 thought on “কিভাবে বুঝবো কোন লিংক পজেটিভ (৫স্টার) আর কোন লিংক নেগেটিভ/ব্যাড (১স্টার)?”

Leave a Reply to Niloy Cancel Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top