Announcement: 22Sep24

আমাদের কাজের গতি আগের মত ফিরিয়ে আনতে হবে। বেশ কিছু লিংক এখনো ঠিকঠাক লাইভ হচ্ছে না তবে আশা করছি আগামি কয়েকদিনের মাঝে সব ঠিক হয়ে যাবে। আপনারা আগের মত কাজ নিয়ে কাজ শুরু করুন।

১ মোবাইল দিয়ে দিনে সর্বোচ্চ ১৫টি কাজ করতে পারবেন। অন্যদিকে লিংক এবং ডিভাইস গ্যাপ আগের মত থাকবে। তারপরেও আমি বিস্তারিত বলে দিচ্ছি;

ডিভাইস গ্যাপঃ প্রতি ৪৫-৫০ মিনিটে ১টি রিভিও পোষ্ট করবেন।

ব্রাউজারঃ যে মোবাইল দিয়ে ১৫টি কাজ করবেন সে মোবাইলে সর্বনিন্ম ৮টি ব্রাউজার রাখবেন। প্রতিদিন যেন একটি ব্রাউজার দিয়ে ২টার অধিক কাজ না হয় সেদিকে খেয়াল রাখবেন। কাজ করার পূর্বে ব্রাউজারের Clear Data করে নিবেন।

ভিপিএনঃ কাজ করার জন্য ২-৩টি আলাদা আলাদা ভিপিএন ব্যবহার করবেন। শুধু প্রিমিয়াম ভিপিএনের উপর ভরসা করে থাকবেন না। কাজ করার সময় দেখবেন লিংকটি কোন লোকেশনের। সেদিকে নজর রেখে আইপি ব্যবহার করবেন। USA অথবা UK বেশিরভাগ কাজ তাই এই দুই দেশের আলাদা আলাদা আইপি ব্যবহার করবেন। মনে রাখবেন এক দেশের লিংকের কাজ অন্য দেশের আইপি দিয়ে করলে লাইভ কম হবে।

লিংক গ্যাপঃ কোনো লিংকে ৫টির নিচে কাজ থাকলে দেড় থেকে দুই ঘন্টা লিংক গ্যাপ দিবেন। (লিংক গ্যাপ সম্পর্কে আইডিয়া না থাকলে এডমিন অথবা আপনাকে যে এড করেছে তার সাথে যোগাযোগ করবেন।) একইভাবে ১০টির নিচে কাজ থাকলে এক থেকে দেড় ঘন্টা লিংক গ্যাপ দিবেন। ১৫টির নিচে কাজ থাকলে ১ঘন্টা গ্যাপ দিবেন। ১৫টির অধিক কোনো লিংকে কাজ থাকলে ৪০-৪৫ মিনিট লিংক গ্যাপ রাখলেই হবে।

সময় বসানোঃ টাইম বসিয়ে কাজ করার সময় খেয়াল রাখবেন যেন অগ্রিম সময় না বসান। যে সময় কাজ করবেন ঠিক সে সময়টা লিখে দিবেন।

কভার কাজঃ মিস হওয়া কাজগুলো শীটের সবার কাজ শেষ হলে করতে পারেন। অর্থাৎ যেদিন মিস হবে তারপরের দিন করা যাবে না। শীটে যেদিন সেটাপ শেষ হবে সেদিন থেকে পরের কয়েকদিন অর্থাৎ পুনরায় সেটাপ করার আগে পর্যন্ত কাজ কভার করতে পারেন।

পজেটিভ/নেগেটিভ লিংকঃ খেয়াল রেখে কাজ করবেন কোনটা পজেটিভ আর কোনটা নেগেটিভ লিংক। কাজ করার সময় ভূল টেক্সট পেলে এডমিনকে অবগত করবেন।

মেইল ব্যবহারঃ চেষ্টা করবেন ফ্রেস মেইল দিয়ে বেশি কাজ করতে। এজন্য বেশি বেশি মেইল সেটাপ করার কষ্ট করা লাগবে তবুও কাজের গতি ফিরলে তখন ইররেগুলারের উপর ভরসা রাখা যাবে। ইররেগুলার মেইল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকবেন যেন একই কম্পানিতে পুনরায় রিভিও না হয়। অন্যদিকে রেগুলার মেইল স্টক রেখে কাজ করবেন। আগেরদিন সেটাপ করে পরের দিন কাজ করবেন এমন যেন না হয়। ৪-৫দিন মেইল রেস্ট দিয়ে কাজ করবেন।

মেইল সেটাপঃ মেইলের সেটাপের জন্য যেকোনো একটি বা দুইটি ব্রাউজার ব্যবহার করলেই হবে। মেইল সেটাপের সময় ভিপিএন কানেক্ট না করলেও চলবে তবে যদি সেটাপ আর কাজ একইসাথে করতে চান তবে অবশ্যই ভিপিএন কানেক্ট করতে হবে।

আমাদের সাথে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রয়োজনে এডমিন 👤

1 thought on “Announcement: 22Sep24”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top