আমাদের কাজের সুবিধার জন্য আপনাদের সাহায্য কামনা করছি।
⚡কোনো শীটের কাজ শেষ হলেঃ সাধারনত কোনো লিংকের কাজ শেষ হলে আপনাদের নিজের কাজ কমে যায় বা শেষ হয়ে যায়। যতক্ষন না সেটার পুনরায় সেটাপ করা হয় ততক্ষন কাজ কমেই থাকে। তাই যখন কাজ শেষ হবে আমাদের Room এ মেসেজ করে দিবেন যে এই শীটের কাজ শেষ। তাহলে সেটা আমরা দ্রুত সেটাপ করার চেষ্টা করবো।
⚡নিজের কাজ শেষ হলেঃ যতক্ষন কিছু কিছু কাজ থাকবে ততখন তো কাজ করবেন। যদি একেবারে কাজ শেষ হয়ে যায় তবে আমাদের এডমিন প্যানেলে মেসেজ দিয়ে রাখবেন। এছাড়া Daily Task এ কমেন্টস এর যায়গায় Zero Work লিখে রাখবেন। মনে রাখবেন আমরা সর্বদা চেষ্টা করি সবার কাজ যেন রানিং থাকে। কম হলেও কারো যেন একেবারে কাজ অফ না হয়ে যায়।
⚡মেইল চাইতে হলেঃ আমাদের অনেক ধরণের মেইল দেওয়া হয়। (নতুনদের রেগুলার শীট থাকে শুধু) আপনি এমনভাবে মেইল নিবেন যেন মেইলের অভাবে কাজ বন্ধ না হয়ে যায়। মেইল শেষের দিকে হলে মেইল চাইতে হলে আমাদের এডমিন প্যানেলে মেসেজ দিয়ে রাখবেন। অন্যথায় অপেক্ষা করবেন। আমাদের মেইল স্টোক হলে আমরা আমাদের Room এ মেসেজ করে চাইতে বললে চাইবেন। নাহলে আমাদের মেসেঞ্জার গ্রুরুপে চাইতে পারেন। মনে রাখবেন নিজের স্টোক থাকা অবস্থায় মেইলের জন্য বিরক্ত করবেন না। সময় হলে আমরা নিজেরায় মেইল চাইতে বলবো।
⚡রিভিও লাইভ কিনা দেখবেনঃ রিভিও লাইভ হচ্ছে কিনা সেটা সর্বদা নজরে রাখবেন। অন্ধের মত কাজ করে গেলে তো হবে না। দেখা গেল ৫০০ রিভিও করবেন কিন্ত ১৫-২০টি লাইভ হবে। তাই নজরে রাখতে অবশ্যই প্রতি সপ্তাহে চেক করবেন। রিভিও গুলো সোমবার থেকে শুক্রবার পর্যন্ত লাইভ হয়। শনি, রবি দুইদিন রিভিও লাইভ হয় না। আমাদের কোর্সের মধ্যে চেক করার জন্য ২টি ভিডিও দেওয়া আছে।
⚡ভবিষ্যৎ পরিকল্পনাঃ আমাদের এই কাজ দিয়ে কেবল আপনার হাত খরচ বা পকেট খরচ চালাতে পারবেন। এ থেকে বড় এমাউন্টের টাকা ইনকাম করা সম্ভব না। তাই আপনাদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে। ফ্রিলেন্সিং করতে চাইলেও ভালো কোনো সেক্টরে মুভ করতে হবে। সেদিকে মোটামোটি সব কয়টি সেক্টরে আমাদের সাহায্য নিতে পারেন। সব চেয়ে বড় সাহায্য করতে পারবো Web design and Development এ কারন এখানে আমি দীর্ঘ ৮ বছর থেকে কাজ করে আসছি। এই ওয়েবসাইটাও কিন্তু আমার নিজের বানানো। বেশি টাকা ইনকাম করতে ভালো কিছু শেখার বিকল্প নেই। এই ইনকাম দিয়ে খরচ চালিয়ে ভালো কোনো সেক্টরে যাওয়ার জন্য অনুরোধ করছি। সময় অনেক মূল্যবান অযথা নষ্ট করবেন না।
আমাদের সাথে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
❤️❤️💯
ভবিষ্যৎ পরিকল্পনা হেডলাইনে আপনার লেখা বা পরামর্শ অসাধারণ হয়েছে।
“Be A Dynamic Leader.”