Notice: 8 Sep 2024

কাজের ব্যাপক পরিবর্তন আসছে!

গত জুলাই ২০২৪ সিজন থেকে গুগলের ব্যাপক আপডেটের তোপে আমাদের কাজের নাজেহাল অবস্থা। এমন অবস্থায় আমরা কাজের গতি কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি। এতে সবাইকে কাজ কম দেওয়া হবে। অনির্দিষ্টকালের জন্য আমাদের কাজের সিস্টেম পরিবর্তন আনা হচ্ছে। আশাকরি আপনারা আমাদের নিয়ম-নীতি মেনে আমাদের সাথে এগিয়ে যাবেন।

কতগুলো কাজ নিতে পারবেনঃ প্রতি মোবাইলের জন্য সর্বোচ্চ ১০টি কাজ নিতে পারবেন। অর্থাৎ ৩টি মোবাইল থাকলে ৩০টি কাজ নিতে পারবেন। ১টি মোবাইল দিয়ে প্রতিদিন ১০টির বেশি কাজ কোনোভাবেই করবেন না।

ডিভাইস গ্যাপঃ ১টি কাজ দিয়ে ১টি কাজ সম্পূর্ণ করে আবার ১ঘন্টা পর আরেকটা কাজ করতে পারবেন ওই ডিভাইস দিয়েন। ১টি কাজ করে কোনোভাবেই ১ঘন্টার নিচে ওই মোবাইল দিয়ে আরেকটা কাজ করবেন না।

লিংক গ্যাপঃ আমাদের সব চেয়ে গুরুত্ব দিতে হবে লিংক গ্যাপে। তাই বুঝার চেষ্টা করুন এই ব্যাপার না বুঝলে কমেন্ট করবেন। কোনো লিংকে যদি ১-৫টার মধ্যে কাজ থাকে তবে ওই লিংকে একজন কাজ করার ২ঘন্টা পর আরেকজন কাজ করবেন। অর্থাৎ লিংক গ্যাপ ২ঘন্টা। একইভাবে কোনো লিংকে যদি ৬-১০টার মধ্যে কাজ থাকে তবে ওই লিংকে একজন কাজ করার দেড় ঘন্টা পর আরেকজন কাজ করবেন। যদি ১১-১৫টার মধ্যে কাজ থাকে তবে ওই লিংকে এক ঘন্টা পর আরেকজন কাজ করবেন। এছাড়া আনলিমিটেড লিংকে অর্থাৎ ১৬+ কাজ থাকলে বা ২০+ কাজ থাকলে সর্বনিন্ম ৪৫-৫০ মিনিট লিংক গ্যাপ রাখবেন।

সর্বোচ্চ মেইল সেটাপঃ একটি মোবাইল দিয়ে প্রতি ১২ঘন্টায় ১৫টি মেইল সেটাপ করবেন। তবে টানা মেইল সেটাপ করা যাবে না। ১২ঘন্টা মেইল সেটাপ করলে বাকি ১২ঘন্টা ডিভাইস রেস্ট দিবেন। আপনি কাজ করার জন্য মেইল লগিন করলেও সেটা সেটাপের সাথে হিসাব করা হয়। তাই প্রতিদিন ১৫টি মেইল সেটাপ সাথে ১০টি কাজ করতে পারবেন। খেয়াল রাখবেন এক মোবাইল দিয়ে যেন ২৫টির বেশি মেইল লগিন করা না হয়। তা কাজের জন্য হোক বা সেটাপ করে স্টকের জন্য। আর এই ২৫টি মেইল লিমিট কিন্তু টানা নয়। মানে এমনভাবে কাজ/সেটাপ করবেন যেন মেইলের মাঝে একটা সময়ের দুরুত্ব থাকে। এছাড়া কাজ করার জন্য ও সেটাপের জন্য আলাদা আলাদা ব্রাউজার ব্যবহার করবেন। মেইল সেটাপের সময় ভিপিএন কানেক্ট করতে হবে না। কিন্তু কাজের আগে কানেক্ট করে নিবেন।

পুরাতন/ইররেগুলার মেইল ব্যবহারঃ যাদের কাছে রিইউজড/ইররেগুলার/আইপি মেইল স্টক আছে তারা কেবল সে মেইলের ২০% ব্যবহার করবেন। অর্থাৎ ১০০ কাজ করলে রেগুলার ব্যবহার করবেন ৮০টা আর পুরাতন/রিইউজড/ইমার্জেন্সি/আইপি/ইররেগুলার ইত্যাদি মেইল ব্যবহার করবেন ২০টা।

নতুন মেম্বার যুক্ত করাঃ আমাদের টিমে আপাতত নতুন কোনো মেম্বারকে কাজে নিচ্ছি না। তবে যুক্ত হতে পারবে। মেইল শীট নিয়ে কম কম করে সেটাপ করে যেতে পারবে। ট্রিইনিং আর পরিচিতির জন্য সকল গুরুপে যুক্ত হতে পারবে। এছাড়া অভিজ্ঞতার জন্য নিজেদের কাজ করে নিবেন। তবে সেটা খুবই অল্প পরিমাণের কাজ করে নিবেন।

কাজের সুবিধার জন্য কাজের গতি বাড়ানো এবং কমানো হয়। আশাকরি সকল নিয়ম মেনে কাজ করার চেষ্টা করবেন। কাজের গতি বাড়ানো হলে পরিবর্তিতে জানিয়ে দেওয়া হবে।

10 thoughts on “Notice: 8 Sep 2024”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top