এক মাসের মেইল আরেক মাসে ব্যবহারের নিয়ম

আমরা অনেক সময় মেইল Stock করার জন্য অনেক মেইল সেটআপ করে রাখি এতে এক মাসের মেইল অন্য মাসের কাজে চলে যায়। মানে আমরা জানি, প্রতি মাসের ১ তারিখ থেকে আমাদের মেইলের ট্যাব আলাদা করে দেওয়া হয়। যেটাকে একটা কাজের সিজন হিসেবে বিবেচনা করা হয়। তো এক সিজনে আমরা যা কাজ করি পরের বেশি হওয়া মেইল দিয়ে আমরা পরের সিজনে কাজ করি এতে পরবর্তিতে যখন মেইল গুলো আবার ব্যববার করতে যাবো তখন বুঝতে পারবো না যে কোন মেইল কবে ব্যবহার করা হয়েছে। এটার ভালো একটা সাজেশন নিয়ে আজকের আলোচনা।

🔥 প্রতি মাসের ২৫ তারিখের পর থেকে আমরা কম মেইল জমানোর চেষ্টা করবো। যত মেইল কাজ করতে প্রয়োজন ঠিক ততই নিবো। এতে মাস শেষে বেশি মেইল জমা হবে না।

🔥 জমা মেইল গুলো দিয়ে পরের সিজনের কাজ করে যত দ্রুত সম্ভব মেইল ব্যবহার শেষ করব। ভালো হয় মাসের ৫তারিখের মধ্যে আগের সিজনের সকল মেইল যেন ব্যবহার শেষ হয়।

🔥 তার ঠিক দুইমাস পর এই মেইল গুলো আবার ব্যবহার করতে পারবো অন্য বিজনেসে। এতে ওই সিজনে মেইলের চাপ কমে যাবে।

🔥 এভাবে আমরা নিয়ম অনুযায়ী কাজ করতে থাকলে এক সময় মেইল অনেক জমা থাকবে। সব সময় কভার/ব্যাকাপ থাকবে এতে রেগুলার মেইল না সেটআপ করলেও ভালোভাবে কাজ করে যাওয়া যাবে।

🔥 মেইল সেটআপের এই অতিরিক্ত সময় কাজে লাগিয়ে আরো বেশি কাজ নেওয়া যাবে।

আশাকরি আমাদের গাইডলাইন মেনে আপনারা কাজ করার চেষ্টা করবেন।

ধন্যবাদ।

1 thought on “এক মাসের মেইল আরেক মাসে ব্যবহারের নিয়ম”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top