অবশেষে আমরা আমাদের রিপোর্ট প্রদান করতে পারছি। প্রতিবারের মতই এবারেও ২৮ জুন ২০২৪ থেকে আমরা রিপোর্টের কাজ শুরু করেছি এবং ৪ তারিখের মধ্যে সকল রিপোর্ট জমা করেছি। এই সিজনে (জুন ২০২৪) গত ১৭ মে ২০২৪ থেকে ১৮ জুন ২০২৪ যারা কাজ করেছেন তাদের কাজ গুলো হিসেবে ধরা হয়েছে। এর মধ্যে মাঝের সময়ে যে রিভিও গুলো লাইভ হয়েছে তার পেমেন্ট করা হবে এবং যেগুলো শো হয়নি তা ড্রপ হিসেবে কাউন্ট হবে যার পেমেন্ট করা হবে না। ১৮ জুন ২০২৪ এর পর যে রিভিও গুলো করা হয়েছে তা পরে সিজনে (জুলাই ২০২৪) নেওয়া হয়েছে এবং উক্ত সিজনের নিয়ম অনুযায়ী পেমেন্ট করা হবে।
⚡জুন ২০২৪ এর রিপোর্ট দেখুনঃ Report June 2024 | Pocket Money
⚡জুলাই ২০২৪ এর শিটসগুলো দেখুনঃ Menu | Pocket Money (কেবল রানিং কাজ করা লোক এটির এক্সেস পাবে।)
পেমেন্ট শিগরই করা হবে।
আমাদের সাথে কাজ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Excellent❤❤